হে মোর দেশবাসী, বৃদ্ধ থেকে জোয়ান
এসেছে সময় হও আগুয়ান।
বন্ধ করে চীনাপণ্য আদান
দেশীয় দ্রব্যে করো উৎসাহ প্রদান।
চীনা দ্রব্যে মোরা হই বিরূপ..
করি বহিষ্কার।
সরকারও বুঝুক ঔদাসীন্য
করুক নীতি সংস্কার।
দেশের কৃষি, দেশের খনিজ,
আছে কাঁচামাল সাধ্য মতন।
মোদের চাহিদায় দেশী-শিল্প হোক,
বাড়ুক অভ্যন্তরীণ উৎপাদন।
তিন পুরুষ ধরে বঙ্গে (ট্যাংরা*) বাস
তবুও ঠিক আসেনা, বাংলা।
চীনা দ্রব্য কিনে মোরা
করছি নিজেদেরই কাংলা।
বিবেচনা করে দেখুন একবার
এগোচ্ছি মোরা কোন দুর্দিনে,
সময় থাকতে না ভাবলে
ঐতিহ্যসব, কিনবে চীনে।
সস্তালভ্য সখগুলো রাখি তুলে,
না ভুলি বীরদের বলিদান।
দেশীয় দ্রব্য বেচে-কিনে
জানাই, তাঁদের প্রতি সম্মান।
_____________________________
*ট্যাংরা কলকাতাস্থিত একটি জায়গা যেখানে অনেক চীনা পরিবার বসবাস করে।