উপলব্ধি
ধীমান দাস
জীবন জুড়ানো নিদ্রা
হয়তো যন্ত্রনার বিশ্রাম
তুমি চাঁদের আলোয়
বেহুলা কথা লিখেছো
বট-পাকুড় গাছ দুটো
আজ দৈব স্বামী - স্ত্রী
লাল পাড়ের সাদা শাড়ি
ফণীমনসার তুলতুলে
কাঁটায় সুপ্ত অনুভূতি
সবুজ স্পর্শ করে মাটি
জলরঙ শীতল আলপনা
প্রজাপতি ডানায় মৃত্যু আঁকবো
সেদিন থাকবে আমার উত্তরপুরুষ
স্রোতস্বিনী নদী শ্মশান ছুঁয়ে যায়...
লেখা - ১৫/০৬/২০২২
সময় - ১১টা১৫মিনিক ( সকাল)
স্থান - বালুরঘাট