সারস
ধীমান দাস
বুক থেকে কিছুটা জল ছেনে
মর্গের লাশটার মুখে দিলাম
সে বহুকাল পিপাসার্ত
জল খোঁজে...
বরফের শক্ত চাইয়ে
তাই বুক থেকে ছেনে দিলাম
কিছুটা জল
সেই জলাশয়ে আজ শিশু জন্মায় না
শুধু কান্না সেলাই করে
কবির সারস জন্ম...
এবার সারস হয়ে জন্ম নেব
তুলসীথানে বসে দেখব
মায়ের,
নকসী কাঁথার সংসার।
লেখা - ০৪/১০/২০২২
স্থান - বালুরঘাট