পোড়ামাটির পুতুল
ধীমান দাস

শিশুকান্না হামুখে ছলাৎ ছলাৎ মাঝিকথা
জলচোখে পৃথিবী অপেক্ষায়
পরিপূর্ণ মৃত্যুর,

                 দেহ বুদ্ধ
                 দেহ যীশু
                 দেহ চৈতন্য
                 আনন্দ - যন্ত্রণা - মুক্তি।

সে এক বৈষ্ণবী
দুপুরের রঙে নিজেকে সাজিয়ে অনন্ত সুখ গায়
তারপর
বাদামী গাছে হলুদ জ্যোৎস্নার আদর আলিঙ্গন
কাঁদে রাতপেঁচা জল ছুঁয়ে
তৃষ্ণার্ত বহু অন্ধকারে পথ খুঁড়ে
অপরাহ্নের দুটো গাল নিষ্পাপ নক্ষত্র
তুমি তো নতুন চারাগাছ
কোমল পাদুটো মাটিতে রাখো
মাটিও ভোর চিল হয়ে দূরে যেতে চায়, অনেক দূর
শেষের কাছাকাছি
নীলাভ হস্তরেখায় লালচে শূন্যতা
পাথরে হাত ঘষো
চকমকিয়ে লৌকিক দেবীর পাঁচালী পুরাণ
ধকপক করে ওঠে সেলাই ছেঁড়া বুক

                      মাটি খাও
                      মাটি গাও
                      মাটিতেই মহাসুখ
একদিন লাশ হবো
আমি - তুমি
আমরা সবাই
সেদিনও  শিশুকান্না হামুখে, অবিচল দিন - রাত
আর এক পৃথিবী গঙ্গাজলে
জন্মের অপেক্ষায়...

লেখা - ০২/০৬/২০২২
সময় - ১১ টা ৩৪ মিনিট ( রাত্রি)
স্থান - বালুরঘাট