পিপাসার্ত দিনলিপি
ধীমান দাস
একটা দিন সারাক্ষণ দাঁড়িয়ে থাকার পর
বিশ্রাম চায়
ঘামরস চুঁইয়ে চুঁইয়ে ভাগ্য লেখে
আগুন হাসিতে ধকধক নিঃশ্বাস
শেষ অস্থি স্নান জলচরণে
এখন নিম সন্ধ্যা
শরীরে ফুরফুরে বাতাস চাদর
যে পাগলটা আগুন হাসিতে
জ্বলছিল
সেখানে ভাতগুলো মৃত
এখনও সে পাগল ফুরফুরে বাতাসে পুড়ছে
আর উপোস করে চলেছে এক পক্ষ থেকে অন্য পক্ষ
বিরবির শান্তি অনর্গল
একটা দিনের মৃত্যু হয়
অবশেষে রাতপেঁচা হয়ে শিকার খোঁজে
সরু কক্ষপথের সিঁথিতে
জ্বলজ্বল চোখ
অপেক্ষা আর একটি দিনের
যেখানে মানুষ দেখবো।
মহাবাণীর অক্ষরে অক্ষরে।
লেখা - ০৮/০৭/২০২২
সময় - ৪ টা ৩১ মিনিট ( বিকেল)
স্থান - বালুরঘাট