লজ্জা
ধীমান দাস
তুমি দ্রৌপদী হলে খোলা মঞ্চে
দর্শক অনেক
হাততালি টা হয়তো নীরব ছিল
কিন্তু মজা পেয়েছিল শকুনির চোখ
সামাজিক অবক্ষয়ে বর্বরতার অশ্লীল উচ্ছ্বাস
সে যুগে কৃষ্ণ ছিল
আজ লজ্জা বিবস্ত্র, সম্মুখে হাসে বিকৃত মানব
অশিক্ষা, কুরুচির প্রতিচ্ছবি!
থাবার হাতকে পোড়াতে প্রতিবাদী আগুন জ্বালো
নইলে একদিন কালো কাপড়ে মুখ ঢাকবে, অসহায় সমাজ
জাগো শিক্ষা
জাগো মেরুদণ্ড
মহাভারতের জন্মান্তরে
তুমি দ্রৌপদী হলে খোলা মঞ্চে...
এ লজ্জা
শিক্ষার লজ্জা
জাতির লজ্জা!
লেখা - ০২/০৮/২০২২
সময় - ১২টা২০মিনিট ( দুপুর)
স্থান - বালুরঘাট