" কালশিল্পী "
ধীমান দাস ধ্রুব
চাতক কন্ঠের শেষ প্রান্তে আমার মানুষজন্ম
মাংসাশী প্রাণীর দুটি দাঁতে শুকনো মাংসের স্ফুলিঙ্গ
দীর্ঘ পিপাসা প্রতীক্ষা
যদি জ্বর আসে জীভের মাঝে একটা প্যারাসিটামল রেখো যত্নে,
ডিঙিটা নদীর বুক সেলাই করতে করতে চলেছে
ছায়ানারীর চিৎকার কম্পাঙ্কে
এসো বিশ্রাম করি
হঠাৎ অচেনা হয়ে উঠছো
রাস্তায় দেখো নাম সংকীর্তন
ওরা মানুষ নাকি আধুলির সমার্থক
অনেকদিন গাছেদের কথা শুনিনা
তাদের কান্নাগুলো মাঝরাতে লিখব সমান্তরাল চোখে
তুমি বরং দেবদারু হও
আমি একটার পর একটা মাইল ফলক হাঁটবো
আর তোমাকে খুঁজবো।
আমি এখনো চৌমাথার সিঁথিতে গন্তব্যহীন প্রেমিক
তুমি শেষ প্রহরের কালশিল্পী, আমার মৃত্যু উপত্যকা।
লেখা - ১৯/১২/২০২২
সময় - ৪ টা ( বিকেল)
স্থান - বালুরঘাট