গুটি গুটি পায়ে দাবদাহের আগমন,
প্রস্ফুটিত পাথরে
খন্ডিত কপাল।
দাউদাউ করে জ্বলছে কাঙাল ভালোবাসা
দোতারার গান চলেছে শুকতারার পথে,
দুর্ভিক্ষ দ্বিপ্রহরের গায়ে স্বপ্নের মলাট অনাবিল আনন্দে,
একঘেয়েমি একাকীত্ব।
পোড়া উনুন কুড়িয়েছে বাস্তব বেদনা,
মহাশূন্যতার পাঁকে জ্ঞান হারিয়েছে জাগ্রত বিবেক
ধুঁকে ধুঁকে পথ চলা আর গভীর দীর্ঘশ্বাস।
লালন সাঁইয়ের অচিন পাখি
ঘুরপাক খায়, শূন্য এ মনে।
প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্ন ও শূন্যতা' থেকে
সাল - ২০২০
স্থান - বালুরঘাট