যদি মেঘ হতাম
ধীমান দাস ধ্রুব
তুমি নও
শুধু আমি
সৃষ্টি থেকে বর্তমান, অলীক জীবন
তন্নতন্ন করে আমাকেই জন্ম দেয়
তবে কি অমরত্ব! এতটা উদগ্রীব ভালো না,
মৃত্যু আমার স্বদেশ
চিতাতেও দেখি প্রতিবাদ
হাজার বছর ধরে বেহুঁশ তুমি
একটার পর একটা সিগারেটের আগুনে
মুহূর্তগুলো জ্বালিয়ে মিছিলে হেঁটেছো
ধাপে ধাপে অর্ধভুক্ত হয়ে গল্প লিখেছো...
আমার - তোমার মৃতদেহের গল্প
দখিনের জানলায় বিরামহীন ভালোবাসার গল্প
তুমি সেদিন ফুল দাওনি
একজন্ম পর
আমি মাটি হয়েছি
শ্মশানে নীল শাপলা ফোটাবো বলে ...
তুমি ছোঁবে তো!
আবার চন্দ্রবিন্দুটা ধীরে ধীরে যুবতী হয়ে উঠবে।
লেখা - ১৫/১২/২০২২
সময় - ১২ টা ২০ মিনিট ( রাত)
স্থান - বালুরঘাট