ইহকাল
ধীমান দাস

খিদে বেচতে বেচতে অনেক দুপুর বোষ্টমীর গানে স্নান এঁকেছে,
আমি বাতাসা জলে পথিকের মুখ দেখতাম,
ধূসর ক্যানভাসে,

শুধু মাছি উড়ছে
একটি বাতাসা থেকে অন্য বাতাসায়
চকচকে রাস্তায় তুলতুলে পা
হাঁটা শিখছে কালভৈরব,
কেউ কি হাঁটতে পারে!
সবটাই লোক দেখানো,

নীলকণ্ঠ গাছটিও স্নান করছে
দীর্ঘ প্রতীক্ষা - নক্ষত্র ছায়ায়
আমি ভিজি শঙ্খ কবিতায়-
নাবালক কলমে ভাষা খুঁজি।
ছোটো ছোটো দুঃখ কথা নিঃশব্দে বাসা খোঁজে-
নদীর বুকে
নদীও যে মা...

একদিকে সভ্যতা আর একদিকে মহাশ্মশান
মাঝে রূপসী বাংলা নির্বাক আমার ইহকাল!

লেখা - ২৮/০৮/২০২২
সময় - ৪ টা ৩০ মিনিট ( বিকেল)
স্থান - বালুরঘাট।