হাজার মৃত্যুর পর
ধীমান দাস

সেদিনের স্মৃতি আজ -
চিতার কালো কাঠ
ছাই হয়ে শুধুই গন্ধ ছড়ায়,
অগণিত পায়ের ছাপ এখন জীবাশ্ম,
সন্তানের ছোপ ছোপ রক্তে
মৃত্যু শ্বাস উপস্থিত।

আমি দিশাহীন নাবিক
অভুক্ত,জন্ম থেকে
পথ খুঁজি অদৃষ্টের অভ্যন্তরে,
যে পথে মা গিয়েছিল সন্তানের প্রাণ ফেরাতে
বেহুলাও একদিন...
আর আমি...

       মেঘের দিকে তাকিয়ে থাকি
       যদি ভেসে ওঠে প্রসব বেদনার কান্না
         সেদিন ভূমিষ্ঠ হবো
         হাজার মৃত্যুর পর...

লেখা - ০৪/০৯/২০২২
সময়- ৫ টা ১৪ মিনিট ( বিকেল)
স্থান - বালুরঘাট