ফেরারী মন
ধীমান দাস
আমাকে অভিশাপ দিও
কাগজের ঠোঙায় মচমচে মুড়ি চিবিয়ে,
নিজেকে চিবোই
সকাল - দুপুর -রাত
নুন - চিনি - জল পরম অমৃতযোগ ,
চাঁচাছোলা জীবন সিরিয়াল গিলে খায়
আর রোদ্দুর
রোদ্দুর অপ্রকাশিত ভিসুভিয়াস নয়
গণ সহমরণের কাঠগোলাপ,
পেরেকের গায়ে মাতাল পৃথিবী দিন গোনে
একফালি চাঁদ জ্যোৎস্না বেচে
আমাকে অভিশাপ দিও
বসন্তে ফিরবো কোকিল হয়ে বারবার
ফেরারী মন অথৈ কঙ্কালসার।
লেখা - ১৬/০৭/২০২২
সময় - ১১ টা ৫০ মিনিট ( দুপুর)
স্থান - বালুরঘাট