এরপর জন্মান্তরবাদ
ধীমান দাস ধ্রুব

নিস্তব্ধ সমুদ্র, একটা শব্দ শুনবো বলে, বহুকাল প্রতীক্ষায়, তুমি আজ মানবী,
সামুদ্রিক হৃৎপিন্ডে অপ্রাপ্ত অমাবস্যার বিসর্জন
একটার পর একটা কবিতার সহমরণ
এ মৃত্যু শরীরের নয় অলৌকিক,


আমিত্ব টা ধীরে ধীরে বহুত্ব হয়ে ওঠে
পরিচিতিহীন গন্তব্যে  কেবল ধোঁয়াজন্ম
শ্যাওলা ধরা পাঁজরে ক্ষণিকের আত্মীয়তা
প্রতিপদ জ্যোৎস্না সাবালক হতে চায়
অবেলার নীরবতায় সহজিয়া প্রেম প্রতিবাদী
আলতা জলে আকাশের সধবা স্নান
ধস নামা সন্ধ্যায় অশরীরী শোকমিছিল
আঙুলের গিঁটে গিঁটে সংক্রামক চিৎকার...


একটু ঘুম দাও মৃৎশিল্পী, তুলতুলে ঝিঁ ঝিঁ স্বরে
এসো তুমি,বৈকালিক তুলির ক্লাসিক বিবর্ণবাদ
ঈশ্বরী এখন প্রেমিকা, এরপর জন্মান্তরবাদ।


লেখা - ১৯/১১/২০২২
সময় - ৩ টা ১৯ মিনিট ( বিকাল)
স্থান - বালুরঘাট