এবং আলোছায়া
ধীমান দাস ধ্রুব
পৃথিবীর প্রাচীর নুনমাটির কারুকার্য
সমুদ্র নাড়ীপথে ধাবমান ঘূর্ণি
রোদমাখা গায়ে আলসে শীতঘুম
উলঙ্গ রাস্তায় সভ্যতার ভাস্কর্য
জিলিপির বুদবুদে টেরাকোটা কার্ণিশ
ইদানীং ভাঙাগড়ার বোবা অনুলিখন
শুক্লপক্ষে ঘুটঘুটে সময়ের সহবাস
গলিপথের রাতচোখে অসমাপ্ত ঘোর
অবসর যাপনে সূর্যাস্তের ঝাপটা
আহত নিঃশ্বাসে পাখিটার পুনর্জন্ম
হাবুডুবু সংস্কৃতির দগ্ধ জীবাশ্ম
ভ্রাম্যমাণ জীবনে একডজন মৃত্যু
প্রান্তিক জ্যোৎস্নায় বেনামী হোঁচট
অজ্ঞাতবাসে পূর্বপুরুষ এবং আলোছায়া।
লেখা - ২৭/১০/২০২২
সময় - ১২ টা ৫৭ মিনিট ( রাত্রি)
স্থান - বালুরঘাট।