১)
রোদ মাখানো পুকুরঘাট
যেখানে মায়ের ভেজা শাড়ির ঘ্রাণ
স্নান করে আজও,
সেখানে অসংখ্য জোনাকি জ্বলে
ঘুমের ঘোরে,
কবিতা নয় জীবন চাষ করে
কিছু চারাগাছ ধূ ধূ চোখে আকাশ দেখে।

২)
এই মৃত্যু উপত্যকায়
জন্ম নিক ঈশ্বর
আমিও জন্ম নেব,
তুমি শুধু লাশটাকে আগলে রেখো
আসলে ওটা আমার, তোমার, সবার
চুল্লীর বুকিং চলছে
আঁতুড়ঘরে নবজাতক রাতজাগা প্রহরী।

৩)
দীর্ঘ একটা সময়
খুঁটে খুঁটে খেয়েছি
আজ আর খিদে পায়না
প্রত্যহ স্নান সেরে মাঝি হই
দুচোখে নদী খুঁজি,
কবি কবিতায় ভাত খোঁজে
উনান জ্বলে চার আঙুল কপালের ভাঁজে।

লেখা - ১২/০৮/২০২২
সময় - ২টা ৫০ মিনিট (দুপুর)
স্থান - বালুরঘাট।