অন্তমিল
         ধীমান দাস

ভালো থাকার দৌড়ে কলম খোলস ছাড়ে নিয়মিত
পরজীবী সলতে তালশাঁসে উন্মত্ত
ধূসর চশমার ফ্রেম,
পরিচিত বকুলকথা
গুমোট কুয়োয় প্রতিচ্ছবিরা নিজেকে খোঁজে, মায়ের কোলে
সামনে ভিক্ষুক মিছিল
জল দাও, অন্ন দাও
মেঘ জুড়ে শালপাতা ছায়া,
জীবন  ছন্দহীন
কালস্রোতে অভুক্ত সিরাজ
শিশুর মতন
ঘুমন্ত দেওয়ালে খুঁজে নাও আয়ুপথ
জাগবে রাত্রি, বৃত্তাকার গতিপথ
সাবলীল শরীর উষ্ণতায় পরিযায়ী শামুকখোল
তোলপাড় পাখিদের মিছিল
নদীর জলঘুম
ভাঙনেও গড়ে নতুন মুখ
টাঙন পালাগান
হাত দুটো দাও, সবুজে লিখি শেষ অক্ষর
        জীবন অন্তমিল।

লেখা - ১৩/০৬/২০২২
সময় - ১২ টা ( রাত্রি)
স্থান - বালুরঘাট