আমার অঞ্জনা
ধীমান দাস
আজ আমার বয়স ষাট, তোমার হয়তো পঞ্চান্ন হবে
বহুবছর পর অচেনা সময়ের চিত্রপট
চেনা দুটি মানুষ মুখোমুখি,
সোনালী হৃদয়টা ঠিক চিনেছে
নীলাভ চোখ দুটো ঠিক চিনতে পারছেনা
আবছা কিছু ছবি ভেসে ওঠে চোখের কোণায়
সুরঞ্জনা...
শুধু আমার অঞ্জনা
একটি বদ্বীপ গড়তে চেয়েছি
শ্বাসমূলের মাঝে শ্বাস নেব
বুঁদ হয়ে থাকা ভালোবাসা অরণ্যে
জোয়ারে বসতাম নদী ছুঁয়ে
হাতে হাত রেখে লাল সূর্য দেখতাম
রোমান্টিক সন্ধ্যায়
ডুবে যেত নদী বুকে,
সুরঞ্জনা
সবই আমার কল্পনা?
জোয়ারের জলে শুধু ভালোবাসা জন্মায় না
ভাটার বালিতেও লেখা যায় ভালোবাসার নাম
দেখলাম তোমার শান বাঁধানো সমাধি
সেখানে লেখা
সুরঞ্জনা...
শুধুই আমার অঞ্জনা।
লেখা - ০৬/০৬/২০২২
সময়- ১১ টা ৪৪ মিনিট ( রাত্রি)
স্থান - বালুরঘাট