অলিখিত শূন্যতা
ধীমান দাস
ফুটপাত এ কান্না কার ?
জীবন্ত খাঁচায় লাল পিঁপড়ার বিস্তার
তুমিও কি কাঁদো আজকাল
কুন্তীর মৃতছায়ায়,
পতিতার হাঁড়িতে কাঁদে রাত মায়াজাল।
অপুষ্টির গোলাপ নিস্তেজ, ফিকে সূর্যের উষ্ণ সকাল
খসে পড়ে রঙ
খসে পড়ে পাপড়ি
খসে পড়ে মাতৃত্বের নাড়ী,
নিমজলে শিশু স্নান, তুলতুলে কান্না
ইঁদুর মাটিতে মরিচা ঘুম
জলছোঁয়া মাটি দোতারায় উজান গান
জালবোনে গোঁসাই মুক্তির কৃষ্ণনাম।
লেখা - ১০/০৭/২০২২
সময় - ১১টা ৩০ মিনিট ( রাত্রি)
স্থান - বালুরঘাট