অচিন পাখি
ধীমান দাস ধ্রুব
তুমি আকাশ চেয়েছিলে
আমি একমুঠো কুয়াশায় তোমার
জন্ম দিয়েছি,
এখন মরিচাঘুম আমার শরীর জুড়ে
দেখো শীতছায়া নেমেছে অচেনা শব্দে
যেগুলো আমি ধরতে পারিনা।
ওহে ভিক্ষুক, তুমি ধ্যানস্থ
আমার ভাবনার গভীরে তোমার সৃষ্টি
আজ পাখিটার উপোস
তাই নদীর জলধারা মাটির কোলে অদৃশ্য
ওহে ভিক্ষুক এবার জাগো...
তুমিই ঈশ্বর নয়তো পাথর!
লেখা ০৮/১২/২০২২
সময় - ২ টা ( দুপুর)
স্থান - বালুরঘাট