অভিমন্যু
ধীমান দাস

হাঁসফাঁস নিঃশ্বাস
ছুটছি আর ছুটছি, হ্যালো ম্যাডাম
আপনার পিৎজা চলে এসেছে
একদম গরম,
ঠিক আমার ফুটন্ত হৃৎপিন্ড
সময়ের তালে ধকধক ধকধক।

আবার ছুটছি আর ছুটছি
ভিজে ভিজে চলেছি, স্বপ্ন বেচতে
দরজায় মা,
চোখের জল আঁচলে জমা হয়ে,
টপটপ করে, রাস্তার খাঁ খাঁ বুক
পিপাসা মেটায়।

হঠাৎ লোডশেডিং
রেষ্টুরেন্টে ' সজনী সজনী রাধিকা '
আমার বুকে কৃষ্ণপক্ষ ছমছম
অতৃপ্ত অভিশাপ
তাজা তাজা মশাল চাই
জড়োসড়ো হওয়া মানুষগুলো জ্বলে উঠুক, সমাজ দর্পণে
ভয়কে যজ্ঞাহূতি দিয়ে।

একটি সাদা খাতার পাতা
উপহার দেবো মাকে,
আর বলবো, তুমি যে প্রতিদিন
ভাতের হাঁড়ির জলে সেদ্ধ হও ,
সে কথা লিখ
রক্তিম সূর্য প্রভাতে।

ভোর হলো দোর খোলো,
আমি অভিমন্যু...
এই যুগের মহাভারত।

তারিখ - ২৫/০৮/২০২২
সময় - ১২ টা ২০ মিনিট ( রাত্রি)
স্থান - বালুরঘাট।