আধপোড়া চাঁদ
ধীমান দাস


থোকা থোকা কুয়াশা ভিজিয়ে দেয় যৌবন
দুয়ারে আধপোড়া চাঁদ
অর্ধমৃত দূর্বাঘাস জ্বলজ্বল তাকিয়ে
কথা বলেনা যে আগ্নেয়গিরি সেখানে ঘুমোয় শাদা ভিখারিণী
ব্যস্ত শহরের সিলিংয়ে তুমি-আমি আত্মীয়
মঙ্গলঘটে মায়ের সিঁদুরে আঙুল
কৃষ্ণপক্ষে ঘাসফড়িং অন্ধ গান্ধারী
পৃথিবীর ফিকে রঙ শরীর মায়াজাল
সৃষ্টি শক্তি তুমি, ঋণ তিন মুঠো চাল।

লেখা - ০৮/০৬/২০২২
সময় - ১১ টা ১১ মিনিট ( রাত্রি)
স্থান - বালুরঘাট