আমি গোলাপ ভালোবাসি,
কারণ দেখতে সুন্দর।
কিন্তু, তাকে আমি বিশ্বাস করি না!
কখন যে শুকিয়ে মাটিতে ঝরে যাবে!
আমি আকাশের মেঘ ভালোবাসি.
আমার মরুভূমি হৃদয়ে বৃষ্টি দিয়ে
বসন্ত নিয়ে আসে
কিন্তু, তাকে আমি বিশ্বাস করি না!
কারণ বৃষ্টি বর্ষা নিয়ে আসে
যদি আমার হৃদয়ের বাগান ডুবিয়ে দেয়।
আমি নদীর জল ভালোবাসি
সে মাঝ সাগরে ঢেউ তুলে
কিন্তু তাকে বিশ্বাস করিনা
কারণ তারা নিজের করে নেওয়ার ছলে অন্যায় ভাবে ভেঙ্গে দেয়
নদীর পাড়ের বাড়ি ।
আমি অন্ধকার রাত ভালোবাসি
কারণ একাকিত্ব আমার প্রিয় সঙ্গী
কিন্তু সেও প্রতারণা করে
গভীর স্বপ্নে দেখিয়ে প্রভাত নিয়ে আসে।
আমি মানুষ ভালোবাসি
মনের মাঝে লুকিয়ে থাকা কষ্ট
প্রকাশ করতে ভালো লাগে
কিন্তু তাদের আমি বিশ্বাস না
সুযোগ পেলে বুকে আঘাত করে
অজানার ভান ধরে দূরে দূরে থাকে।