কোথায় হারিয়ে গেলো
জীবনের সেই পুরোনো দিনগুলো?
স্কুলের সেই বন্ধুরা
আজ যে কোথায় তারা
সেই খবর কেউ দেয়না!
সময়ের স্রোতে হায় হারিয়ে ফেলেছি প্রায়,
অতীতের সেই দিনগুলোকে,
বাবার বুকনি , মায়ের আদর গুলো
আজও আমি পারিনি তা ভুলতে।
স্কুল থেকে বাড়ি ফিরে, বন্ধুদের সঙ্গে করে
সবাই মাঠে যেতাম খেলতে।
খেলাধুলা শেষ করে , সন্ধ্যায় এসে ঘরে
পড়তে বসতাম আমি গভীর মনোযোগে।
শৈশবের দিনগুলো আজ কোথায় হারিয়ে গেল,
আর কি ফিরে আমি পাবনা?
জীবনের বাজি ঘরে আমি আজ বর একা,
হে আল্লাহ , আমার শৈশব ফিরিয়ে দাও
জীবনের শেষ মুহূর্তে হারিয়ে ফেলেছি সবাইকে,
আমাকেও একদিন হারিয়ে যেতে হবে
কোনো এক অচিন পুরের দেশে।
উপকার করে বাঁশ খাওয়ার পরেও
আর উপকার করবো না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলে
সব ভুলে যায়
এদেরকে মানুষ বোকা ভাবে কিন্তু
এই বোকা মানুষ গুলোর জন্যই পৃথিবী এত সুন্দর।