ডুবতে ডুবতে ছিদ্র হওয়া ডিঙ্গির মত এমন ডোবা ডুবেছিল সে উঠে দাঁড়ানোর আর ইচ্ছা টুকু ছিল না অবশিষ্ট ।ছিল না ঘুরে উঠে সাঁতরে বাকি ঝড়ে রুখে দাঁড়ানোর ক্ষমতা; হঠাৎ... হঠাৎই এক নাটকীয় বর্ষণ, ছিপছিপে ভিজিয়ে গেল ফের কেউ । কানে কানে পেলাম যেন কার আসার সংকেত! আজ্ঞে,তারপরই হলো ভারী নাটকীয় বর্ষণে তাঁর আবির্ভাব। বহু গল্প -শর্তের পরে চলছে পুনরায় ছিদ্র শারাই-এর কাজ দূর দিগন্তে পাড়ি দিতে হবে যে।
এখন ডিঙি নৌকার স্বপ্ন আছে ,আছে প্রেম -গড়া -ওঠা পড়ার মাঝে বেঁচে থাকার ইচ্ছা, তাঁর সাথে কাটিয়ে দেওয়ার অমোঘ আকর্ষণ।