আমি এক অদ্ভূত কঠিন অসুখে ভুগছিলাম!
তারপর একদিন চোখদুটো বিক্রি করে দিলাম।
এখন আর আমি কাউকেই চারিপাশে দেখিনা।
পথের মধ্যে কে যেন একজন বললো--
কান দুটো রেখে যাও। - রেখে এলাম।
ভালো, মন্দ এখন আর কিচ্ছু শুনিনা।
তবু দেখি মাঝে মাঝেই খুব বেশি--
খারাপ খারাপ লাগে থাকতে এই শহরে।
একদিন আমি একজনকে ডেকে প্রশ্ন করলাম,
আমার এই খারাপ লাগার কারণ কী?
মৃদু হেসে কটকটে স্বরে তিনি বললেন--
বোকা ছেলে সবতো তুমি বিক্রি করেছো!
বিবেকটাকে বিক্রি না করলে এমন হবেই!
তারপর থেকেই তো রোজ এ শহরে--
একজন ভালো ক্রেতাকে আমি খুঁজে বেড়াচ্ছি।
রাস্তায় কয়েকজন কাছে পেয়ে, ডেকে বললাম,
আমার একটা রুচিশীল সভ্য বিবেক ছিলো--
খুব কমেই বেচতে চাই। - নেবেন ভাই?
দেখলাম সবাই একসুরে বললো, মাথা খারাপ!
এইমাত্র নিজেদের বিবেক বেচে দিয়ে এলাম।
নির্মমতা, নিষ্ঠুরতা কোনো কিছু থাকলে বলুন--
চড়া দরে পাল্লা ভরে, মূল্য চুকিয়ে;
কিনে নেব সব! - আছে নাকি ভাই!
বিবেকটুকুই শেষ সম্বল! - বিশেষ কিচ্ছু নাই!