তুমি আর জানতে চেয়োনা নন্দিনী আমি কেমন আছি !
আমি আছি সেই আশাহত প্রান্তরের শেষ কিনারায় ।
যেখানে শূন্যতায় লুকোচুরি খেলা করে বিব্রত ভাবনা।
বেদনার শঙ্খ চোখে নেমে আসে তিমির রাত্রি ।
মৌনতা তেড়ে আসে আঁধারের বুক ছিন্ন করে ।
আমার কথোপকথন শব্দহীন বন্ধনে নিশ্চল,
নির্জনে ক্লান্ত অনুভূতিগুলো উড়ে বেড়ায়,
অচেনা অবাক চোখে
চিলেকোঠায় মৃদু আলোয় বেড়ে উঠা নীলকণ্ঠ ।
যার ছায়ার অন্তরালেই লুকিয়ে থাকে বিষাদের মুহূর্তেরা।
বেড়ে ওঠা বয়সের ছাপ আঁকা সময়ের বিবর্ণ ফ্রেমে!
বিরহ বিলাসে নিভৃত মনের জানালার আড়ালে,
জীবনের যবনিকায় সুশ্রাব্য প্রবল আর্তনাদের ধ্বনি ভাসে।
পরিপূর্ণ বয়সের সীমারেখার স্পর্শের প্রহরগুলো নির্বাক!
বর্ষা এসে দিয়ে যায় শ্রাবণের চোখ গড়িয়ে পড়া অশ্রু ।
রঙিন ফানুসে গড়া স্বপ্না ভাঙা ভাবনা কাঁদে নিরালায় বসে।
যে চোখের তারায় ছিল আকাশের অসীম নীল ।
অজস্র যুগের বিদীর্ণ অভিমান হারিয়েছে কৃষ্ণপক্ষে ।
জীবনের প্রথম পাওয়া মনের অলিন্দে কষ্টের বারতায়।
তুমি আর জানতে চেয়োনা নন্দিনী আমি কেমন আছি ?
হাজার পাতার পাঠকহীন কবিতার পাণ্ডুলিপি হয়ে,
জীবনের অস্তিত্বের ভাঁজে ভাঁজে আমি বেশ ভালোই আছি নন্দিনী ।