আমার একটা নদী আছে--
খুব শখের একটা নদী!
নদীর একটা নামও আছে--
  তবুও যদি উহ্য রাখি।
এঁকে বেঁকেই বইতো নদী--
জোয়ার আসতো ঘুরে ফিরে।
হঠাৎ একদিন তাকিয়ে দেখি--
মরছে নদী ভীষণ অনাহারে।
রোদের রোষে তপ্ত বালু--
পুড়ছে নদী একলা একাই!
মাথায় রেখে হাতের তালু--
হাটছি আমি জলের রেখায়।
আমার একটা নদী আছে।
খুব শান্ত একটা নদী।
নদীর একটা নামও আছে।
তবুও যদি উহ্য রাখি !
আজ আমার নদী মৃতপ্রায়--
বৃষ্টি ভাবে ফেটে গেছে।
আবার যদি এই শ্রাবণে,
নতুন স্রোতে মেতে ওঠে।
ভাঙলে ভাঙুক এপাড় ওপাড়--
ভাসলে ভাসুক প্রেমের তরী।
ডুবলে ডুবুক এই পারাবার!
নাহয় হোক আজ বানভাসি।