চুঁইয়ে পড়া বৃষ্টির মতো নিমেষেই নিঃশেষ!
এক-এক করে পাড়া-গাঁ গ্রাম -গঞ্জ নগর-শহর,
শিল্প, শিক্ষা, সম্পদের লুঠে, -- আজ সব শেষ!
সম্প্রীতির গাঢ় রঙে সমাজ-সভ্যতায় হাহাকার!
আপন-পর কেউ কাউকেই যেন ছাড়বে না!
পেছনে টান মেরে একটু এগিয়ে যাওয়ার রেশে,
সবাই সবাইকে ঠকিয়ে ঠকছে! - তবুও সুযোগ কেউই ছাড়ছে না!
রক্তের কালো দাগে লেখা হচ্ছে পারদর্শীতা, - খুবই অল্প-পরিসরে!
স্বার্থেই কিছু যোগী-ভোগী, পাপী-তাপী, লোভী-কামীতে,
মানুষ যেন কেনা ক্রীতদাসের মতো চিরকাল শুধুই নীরব!
মৃত্যু ভয় তাই ক্রমশঃ গ্রাস করে নেয়, এই সাধের পৃথিবীকে!
অচল মস্তিষ্কে বিকল লড়াই লড়ার এ এক অকাল শৈশব!
ভাদরের বুকে চাবুক মেরে কুকুরের মতো জিভ বের করে,
হাঁপাতে থাকে মানুষের মার্জিত ও লাঞ্চিত বিবেকের আত্মবিশ্বাস।
জানিনা কোথায় শান্তি, কোথায় সুখ ? - আজ সবাই কালঘুমে!
হয়তো অভাব গুনেই স্বভাব নষ্ট! -- বাকিটুকু উহ্য ইতিহাসে।