তুমি কি আমার শীতের সকালে,
সবুজ পাতায় টলমল শিশিরের কণা?
নাকি তুমি বর্ষা বিকাল এলে,
বৃষ্টি বিলাসী আকাশনীলে মেঘেদের আল্পনা?
তুমি কি গ্রীষ্মের দুপুরে শীতল জলধারা?
তৃষিত মনে শান্তি ছোঁয়ানো স্বর্গের ফোয়ারা।
নাকি শরতে দোলানো কাশবনে কাঁপা ছবি?
বলাকার পিঠে ঊড়ে চলা শান্তির বিপ্লবী।
তুমি কি হেমন্তের ধন্য নবান্ন সোনালী হাসি?
বিন্নি ধানের খৈ মুড়কি আনন্দ রাশি রাশি।
নাকি কোনো কোকিলের বাসন্তি সুরে--
দোলা দাও তুমি সকল প্রাণে।
কৃষ্ণচূড়ার ফুল যেমন টানে গহীন টানে।
তুমিও নিশ্চয় ষড় ঋতুর নিখাদ সমন্বয়ে।
তা না হলে সকল সময়--
আমার এমন কেন মনে হয়!
যেন দিন নেই-- রাত নেই--
অষ্টপ্রহর অন্তর শুধু ভাবে তোমাকেই।