তবুও মা, - লহো প্রণাম!
.
আমার দুচোখে সীমাহীন ভালোবাসা, -- আর এক চোখে ঘৃণার বারুদ!
নবান্নের অস্তাচলে, প্রশান্তের সুনীলে দাঁড়িয়ে দেখেছি মাগো তোমার বহুরূপ!
দুর্গম গিরিসংকটের জঠরযন্ত্রণা ছিন্ন করে জন্ম হয়েছিল যে ভ্রুণ!
ভাগ্যবিধাতার বাতানো ভবিতব্যের বাতানুকূল সম্পর্কের দাবীতে আজ তার-ই মা মুখ চুন!
ছিন্ন শতদল আজ মাগো তাই ভিন্ন পথের পথিক! -- আর সাক্ষী শুধুই কিছু অর্বাচীন!
দু-আঙুলের ফাঁকে জোনাকি, মিথ্যে কিছু দেমাকি, -- আমাকে কুরে কুরে খায় রাতদিন!
ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা, ভুল-ঠিক, ভালো-মন্দ আজ তো সব-ই চক্রবূহের বাতাবরণে,
এক হয়ে মিশে গেছে তোমার ওই সংকীর্ণ হৃদয়ের করুণার সিন্ধতে!
তবুও আমি বিন্দু বিন্দু জলকণা জমিয়ে সুখের সিন্ধুতে মাগো তোমায় জানায় প্রণাম!
লক্ষীটি মা আমার লহো প্রণাম! -- আর পারলে দিয়ো আরোও কিছুটা দুর্নাম, কিংবা সুনাম!
জানো তো মা, -- এই সমাজ বড় নিষ্ঠুর, - বড় বর্বর সেইসব পড়শি সহদর ভাই!
যারা সবকিছু চেয়ে চেয়ে দ্যাখে আর নীরবে হাততালি দিয়ে লুটে নেয় মজা! -- আসলে জানো কি, - ওরা তো ওটাই চাই!
তবুও মাগো আমার দুচোখে সীমাহীন ভালোবাসা! -- আর এক চোখে শুধুই ঘৃণার বারুদ!
লালে লাল হয়ে উঠবে কবে মাগো প্রভাতের নবারুণ? -- ভেবে ভেবেই মন যে হয়েছে বিরূপ!