তোমার আসনে তুমি'ই শ্রেষ্ঠ--
       তুলনা তোমার নেই!
    তলিয়ে গেছে কলির কেষ্ট--
         জয়টা হল সেই'ই।
    ধূর্ত লোভী বন্দী করেও--
        সত্য রইলো চাপা!
    মানুষ এখন যুদ্ধ লড়েও-    
       মানুষ হওয়ার ন্যাকা!
    দিদির কথায় আস্থা আছে--
           চুরিও আছে বটে!
    নগদ টাকার খেলা আছে--
         শিক্ষা বেচে লাটে!
    পুরুষ এখন শ্রী লেখেনা--
        ভাতার পিছনে ঝুলে!
     এক শ্রী'র দেখা'ই মেলেনা--
           শ্রী'রাম শ্রী'রাম বলে।
      ভিন্ন মতের আরেক পথে'ই--
             মানুষ গিয়েছে চলে!
     পাচ্ছি। - পাবো! -- স্বার্থ লোভে'ই--
            মানুষ গিয়েছে ভুলে!
      কয়লা, বালি, পুকুর ভরাটে--
         মালকড়ি বেশ ভালো'ই!
     চুনো পুঁটির পেট ভরাতে--
           সিকি যখন গেলো'ই!
     রাঘব বোয়াল তোমারা'ও পাবে--
            সময় সময়ে বেশ!
     কিন্তূ, ঘাটে'ও অর্ধেক যাবে--
         আমার কথায় শেষ!
      মিলে মিশে'ই চলতে হবে--
           নইলে বিপদ ভারী!
      জয় বাংলা! -- চশমার কাঁচে--
          আমি সুরক্ষিত নারী।
    ভয়ের তো আরকিছু'ই নেই--
          মাথায় পেয়েছি হাত!
    সিংহাসন আমার'ই হল যেই--
       আবার লুটছি দিনরাত!
  আমি যে সুরক্ষিত নারী--
      দুর্নীতির আস্তাকুড়ে বসে!
  ছলনায় সর্বস্ব গ্রাস করি--
        টিকে থাকার আশ্বাসে?