যত পাই ততো চাই, - চাওয়ার যে শেষ নাই!
কত পায় কত যায়, - হিসেব কী কেউ চায়?
এর হাতে ওর পাতে, - ছুটে চলে কালো ধন!
এক সাথে সব খাতে, - চুপ, চুপ বলা বারণ!
কয়লা খায় শিক্ষা যায়, জোয়ার আসে ঘরে ঘরে!
প্রকল্প চাই চুপ তাই, সব সময় ঘুম ঘোরে!
গাড়ি চাও বাড়ি চাও! - যত যার ততো তার;
ভাগ দাও ভাগ নাও, - বাংলা মার মুখ ভার!
তবু হয় নয় ছয়! - সব দেখি চুপ থাকি!
ভয় ভয়, ভয় নয়! এ যে সত্যের স্বরলিপি!
তবু যদি হও প্রতিবাদী! থেমে যাবে খেলা সব!
হয় ক্ষতি জনতার সম্মতি, মিছে নয় যে বৈভব