আজ শরীর জুড়ে ইলশে-গুঁড়ি, -- মন জোছনায় মেঘ,
আজ ভাবের ঘরে লুকোচুরি, -- বাতি-স্তম্ভ ভাবনারা উদ্বেগ!
আজ বৃষ্টি নেমেছে সৃষ্টি-চোখে, -- দৃষ্টি হয়েছে ক্ষীণ,
আজ দোষ দিয়েছি আমিত্বকে, -- তবে কি আমিই মনুষ্যত্বহীন ?
.
করাল আকাশে, মরাল বাতাসে -- ডানা ঝাপটানো পাখি!
নিমিত্তে সেও চিত্ত হারিয়ে, -- আমায় দিয়েছে ফাঁকি!
বৃষ্টি ঝরেনি, রক্ত ঝরেছে, -- সিক্ত হয়েছে মাটি!
সোনা গলিয়েও খাদ মিলেছে, -- তবু সে সোনা খাঁটি!
.
বৃদ্ধা নদীতে বান ডেকেছে, -- মাঝি ফিরেছে ঘাটে!
গগন ললাটে মেঘ জমেছে -- সূর্যি বসেছে পাটে!
ক্লান্ত পথিক হেঁটে চলেছে -- বিষণ্ণ সেই-ই দুপুর!
আজ মরীচিমালীতে মন মজেছে -- ওই তৃষ্ণার পায়ে নূপুর ?
.
ভুলের ছলে ভুলগুলো তাই, -- ভুল পথের-ই বাঁকে!
আমার আমিত্ব, আমাতে নাই, -- মৃত্যু আমায় ডাকে!
শ্মশান ঘুরেছি, কবর খুঁড়েছি -- পাইনি খুঁজে লাশ!
শত কবিতার জন্ম দিয়েছি, -- অথচ কবিতাই আমার সহবাস!