ঠিকই, আমাদের আর কথা হয় না বহুদিন--
অথচ, কত মানুষের সাথে কথা হয় প্রতিদিন!
কেন জানি তবু শত ব্যস্ততায় তোমাকেই খুঁজি,
উষ্ণতম দিন দাবদাহে কেন যে তোমাতে মজি?
তোমার কথা শোনার আমরণ ভীষণ ইচ্ছে হয়!
মরুভূমির তৃষ্ণার্ত পথিক মনে যেমন ইচ্ছে হয়!
ঠিক সেই রকম ইচ্ছে তো আমারও হয়--
বিশেষ তেমন বেশি কোনো কিছু আর নয়!
শুধু চাই একটিবার তুমি যেন শব্দ বলো--
হোক না সেকেলে, -- তবুও কিছু তো বলো!
আর একান্তই যদি শব্দ খুঁজে না পাও!
বেশ তবে মুক্ত বাতাসেই ক্ষণিক দীর্ঘশ্বাস নাও!
নাহয় কান পেতেই আমি শুনবো, - কী চাও!
বৈরী বাতাস, ঝরা পাতায় তুমি প্রেম দাও--
দেখি তাতে কতখানি ভালোবাসা আর কতটুকুই ঘেন্না!
মেপে নেবো পোড়া ঠোঁটেই কিশোরী কনক অনন্যা!
থাকতে না চাইলে আর তো জোর নেই--
ইচ্ছে হলে হারিয়ে যেতেই পারো, বাধাও নেই--
মিথ্যা অভিনয় নিয়ে এভাবে বাঁচার চেয়ে প্রিয়--
হাসিমুখে প্রেমসুখে ইতি টানা যেন অধিক শ্রেয়!