তোমার চোখে শরৎ নেমেছে--
  নেমেছে শিউলি সন্ধ্যা।
মন কাননে ফুটে রয়েছে--
  সহস্র সুগন্ধি রজনীগন্ধা
তোমার সুরেই বসন্ত নেমেছে--
  যেন গোপালের বাঁশি।
আকুল করা সুরে তোমাতে--
   হারায় হাসি হাসি।
তোমার পরাণে আলো হেসেছে--
   আমার আঁধার নাই!
নির্ভয়ে তাই যামিনী আঁধারে--
   পথ চলি একলাই।
তোমার কেশরে রাত্রি নেমেছে--
    আমি হারাবো বলে।
শশী তারকা লুকিয়ে রয়েছে--
   মেঘের তলে তলে।
তোমার ভাবনা সুখের নদীতে--
     তীব্র বেগে ছুটে।
আমার পরাণে ঢেউ এসে--
    গোলাপ হয়ে ফুটে।
তোমার চোখে শরৎ নেমেছে--
  নেমেছে শিউলি সন্ধ্যা।
মন কাননে ফুটে রয়েছে--
    সহস্র সুগন্ধি রজনীগন্ধা।