আমার কবিতা পড়তে হলে, -- শ্মশান ঘুরে এসো!
আমার কবিতা লিখতে হলে, -- কবর খুঁড়ে রেখো!
আমার কবিতা বুঝতে হলে, -- অর্বাচীন হয়ে থেকো!
আমার কবিতা জানতে হলে, -- আমার আমিকে ডেকো!
.
আমার কবিতা নষ্টা বলেই, -- শব্দ চিতায় দহন!
আমার কবিতা রাহু বলেই, -- চাঁদে লাগাই গ্রহণ!
আমার কবিতা ফুলের মোহিনী, -- জঠর যামিনী কালো!
আমার কবিতা, কবিতা বলেই, -- স্ট্রিট লাইটের আলো!
.
আমার কবিতার ছন্দ পতন, -- কালির দাগে দাগে!
আমার কবিতা পড়তে হলে, -- শ্মশান ঘোরো আগে!
আমার কবিতার মৃত্যু মিছিল, -- রক্ত মোমের আলো!
আমার কবিতা, কবিতা বলেই, -- বড্ড বেশি ভালো!
.
সভ্য সমাজে, কাব্য জীবনে, -- কবির অভাব নাই!
বঁইচি বৃন্তে কামুক আঁচড়, -- কবিতা মুক্তি চাই!
কবিতা আমার হৃদয় জুড়ে, -- কবিতা মৃত লাশ!
শ্মশান ঘোরো একটিবার, -- এই আমার শেষ অভিলাষ!