রামের মতো ঠিক নয়! -- ওই আশে পাশে--
খুচরো সিকী আদুলী বলে যদি কিছু থাকে!
মনে কোরো ওটাই হবে! -- থাক সেসব কথা--
ধরে নিতে হয়! - নয় কোনো গপ্পো গাঁথা--
বনবাসী বারো বছর। - ধোঁয়া ধোঁয়া কুণ্ডলী--
তর্জনি দেখিও না, - আমিও মধ্যমা তুলে থাকি!
কাল ক্ষয়, - অপচয়-- মেঘ আসে ঘুরে ঘিরে--
সাঁঝবাতি মিছে অভিমানে নিভে গেছে বুক চিরে।