মিছেই করি, - আমার, আমার--
      আমার কিছুই নয়!
  শূন্য হাতেই আসা আমার--
       ফিরতে শূন্য হয়!
মিছে করো, - তোমার, তোমার--
       তোমারও কিছু নয়!
ললাট লিখন, -- বিধির উপহার--
        মিছেই কেন ভয়?
    জন্ম বুড়ো জন্ম পেলেই--
         মৃত্যু হবে সত্য!
বাকীটুকু অভিনয়ের দুলকি চালেই--
         শত্রু প্রেমে মিত্র!
  প্রেমের দরেই সন্ধি করেছি--
       বন্দি করেছি বুকে!
   কাঁটার আঘাতে যুদ্ধ লড়েছি--
        ওই রক্তকরবীর সুখে।
ছলচাতুরীর বাহাদুরি, - কেরামতির খেলায়--
         সকাল হতে সন্ধ্যে!
  লড়েছি লড়াই, - করেছি বড়াই--
         মানুষ চেনার দ্বন্দ্বে।
মিছেই করি, - আমার, আমার--
        আমার কিছুই নয়।
   শূন্য হাতেই আসা আমার--
         ফিরতে শূন্য হয়!