আমায় চাওয়া তুচ্ছ অতি--
গুচ্ছ ফুলের শুকনো মালা!
আমায় পেলে বুঝতে তুমি--
মিছরি ছুরি প্রেমের জ্বালা।
আমায় পাওয়া গল্প নিছক--
বেকার গাছেই চড়বে গরু!
নটে গাছটি মুড়িয়ে খেলে--
আমার চিতায় ওঠা শুরু।
আমায় মারা ভীষণ সহজ--
তোমার ভালোবাসার ওভার ডোজে।
সেসব ছেড়ে সময় নষ্ট--
করছো তুমি অস্ত্র খুঁজে?
নীহারিকা যে খেলায় পারদর্শী--
আমি করি তা অবহেলা।
আমিতো সেই হৃদয় মর্মস্পর্শী--
ধরে ফেলি সব রঙ্গলীলা।