যদি আবার জন্ম পাই--
আমি তবে পুরুষ জন্ম'ই চাই!
সমাজ কভু তাচ্ছিল্যের স্বরে--
শুধু পুরুষের'ই মানচিত্র কামড়ে মরে!
অথচ পুরুষ ভালোবাসা পেলে--
শান্ত নদীর মতো বয়ে চলে।
পুরুষ'কে ভালোবেসে শাসন করলে--
অবুঝ বাচ্চার মতো কথা বলে।
পুরুষ'কে তোমরা অবহেলা করলে--
জ্বলে ওঠে রুদ্রতাপ কঠিন অহংকারে!
পুরুষ চাইলে'ই সব পারে--
নারী'কে যত্নে বুকে আগলে রাখে!
কখনও আবার অবহেলায় রাখে--
রংধনু'র রঙে বিদায়ী আকাশ ঢেকে!
সে, - ধনী কিংবা দরিদ্র!
পুরুষ যে বরাবরই রহস্যময় চরিত্র!
পুরুষ'কে আপনি যা দেবেন--
তা দ্বিগুণ করে ফিরে পাবেন।
হোক না সেটা ভালোবাসা--
কিংবা মিছরির ছুরিতে গুঁড়ো অবহেলা!
পুরুষ চাইলেই সব পারে--
চকিত সুখ-দুখের ভাগ নিতে পারে।
কাঁধে মস্ত জোয়াল তুলে--
পায়ে পা মিলিয়ে হাঁটতেও পারে!
দায়িত্ব-কর্তব্য পালন বোঝের ভারে--
আজও পুরুষ বাঁচে কালের ক্ষয়ে !
হতে'ই পারে তোমার জন্মদাতা--
সংসারে প্রধান যিনি আজ অন্নদাতা!
পুরুষ মানুষ হওয়ার যন্ত্রণা--
পুরুষ যেন আমৃত্যু ভুলে না!
অথচ পুরুষ'ও ভালোবাসা পেলে--
শান্ত নদীর মতো বয়ে চলে।
পুরুষ'কেও ভালোবেসে শাসন করলে--
অবুঝ বাচ্চার মতো কথা বলে।
তাই জন্ম যদি পাই--
আবার আমি পুরুষ জন্ম'ই চাই!