এক,
ঝুমধরা সন্ধ্যায়,
আমি বসে নিরালায়,
প্রিয়তমা আজ আরও একবার,
তোমার জন্য নীল আকাশের বুকে,
সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে আজানা কোনো সুখে,
এক এক করে আজ প্রতীক্ষার প্রহর গুনছিলাম,
তুমিই তো বলেছিলে বাঁধা-বিপত্তির ঝড় একটু থিতু হলে,
কোনো এক ঘোর লাগা সন্ধ্যায় তুমি আবার আসবো চলে!
কিন্তু প্রিয়তমা তুমি আজও ফেরোনি আমার এই নষ্ট নীড়ে,
আমার এই দু-চোখ তোমায় কতো খুঁজেছে মানুষের ভীড়ে,
তবুও তুমি একটি বারের জন্যও দাওনি দেখা,
কি পেয়েছো প্রিয়তমা আমার মন ভেঙে?
বেগুন, লাও, কুমড়ো নাকি ঝিঙে ?
খুব বেশীকিছু কি চেয়েছিলাম ?
চেয়েছিএকটু ভালোবাসা!
বিনিময়ে নিরাশা,
পেয়েছি!
প্রিয়তমা আর কতকাল আমি এই প্রতীক্ষার প্রহর গুনবো ?
আর কতকাল আমি এই মিথ্যে স্বপ্নের মায়াজাল বুনবো ?
আর কত দুঃখ দিয়ে তুমি হবে শান্ত ?
আর কত সুখ ছিনিয়ে তুমি হবে ক্ষান্ত ?
আমি তো তোমার কাছে শরীর চাইনি!
তাই কি আমি তোমার ভালোবাসা পাইনি ?
কিন্তু ভালোবাসা তো হয় অন্তরে,
তবে সহবাস করি কি করে ?
তাই আজও আমি তোমার ফেরার পথ চেয়ে প্রতীক্ষার প্রহর গুনে চলেছি,
জানি একদিন তুমি ফিরবেই তাই আজ আবার স্বপ্নের মায়াজাল বুনে চলেছি,