জীবন যুদ্ধে বারবার পরাজিত হওয়া এক উগ্র শয়তান ফিনিক্স আমি!
তাই তোমরা যতবার বিস্মৃতির অতল গহ্বরে আমাকে ছুঁড়ে ফেলতে চেয়েছো,
ঠিক ততবারই আমার জন্ম হয়েছে তোমাদের সাজানো কবিঘরে।
না কবি, না! - তোমাদের বনলতা, মীরা, কিংবা সুকান্তর-নন্দিনী নয়!
এক লোভী, স্বার্থপর, অসভ্য, বর্বর, শ্বেতাঙ্গ বহুরূপী আমি!
আমি তো সমাজের সেই স্তরের জীব, -- যার জীবন প্রবাহকে তোমরা চিরকাল ক্লীবের মতোই দেখে এসেছো,
তাই বারবার তোমদের অদৃশ্য অবিশ্বাসের কুঠারে আমাকে আঘাত করে,
সকলের চোখে ক্রমশ একটা মেরুদণ্ডহীন জীব করে তুলেছো, -- তবে মন্দ নয়!
হয়তো এইটুকুই আমার প্রাপ্তি ছিল প্রিয়!
বেশ তো নাহয় এভাবেই টেবিলের এক কোণে আমাকে একটু জায়গা দিয়ো,
তারপর কালের ক্ষয়ে যেদিন শঠতার ভীড়ে আসল সত্যটা বেরিয়ে আসবে,
সেদিন হয়তো নীরব চোখে ঠুলি পরে, -- কিছুটা আবেগের স্রোতে ভাসবে!
আর চিৎকার করে বলে উঠবে, -- " জয়তু হে প্রিয় কবিবর, "
আমি তখনও দূর থেকে দেখে যাব তোমাদের সেই সাজানো কবিঘর!
যেখানে পর্দার আড়ালে চলে পণ্যের নষ্টামি! -- যেখানে সততা শুধুই ভণ্ডামি!
সেখানে আমার বড় প্রাপ্তি, - এই আমি ? -- ভেবেছো নাকি কোনোদিন কবিশ্রেষ্ঠ তুমি ?