নন্দিনী তুমি তো রোজই আসো,
বেশ নিয়ম করেই।
কালও এসেছিলে নিশুতি রাতে,
আমার আনমনা ঘুমের ঘোরে।
প্রতিদিন দুচোখে হাজারো রঙিন স্বপ্ন এঁকে দাও,
তোমার উষ্ণতার স্পর্শ অনুভব করি
আমার সারা শরীর জুড়ে,
তোমাকে সাথে নিয়ে উড়ে যাওয়ার কথা ছিল,
আমাদের ইচ্ছের দেশে,
যেখানে অপেক্ষা করে থাকে পক্ষীরাজ ঘোড়া,
সোনা বাঁধানো পুকুর ঘাট।
স্বপ্ন তো আমাদের সাজানোই ছিল
শুধু অভাব ছিল তোমার!
হঠাৎ করেই রঙিন মনটা ধূসর হয়ে যায়.
ইচ্ছে করে তোমাকে বাহুডোরে বেঁধে রাখি,
তোমার মধ্যে যেটুকু ভালোবাসা জমে আছে
সবটুকু শুষে নিয়ে তোমায় নিঃস্ব করি।
কিন্তু কেন জানি তা পারি না!!!
জানো তো নন্দিনী ...
নিস্তব্ধ রাত গুলো আটকে দেয় আমায়।
তাই আর অচেনা অতিথি হয়ে এসো না।
আজ থেকে না হয় তুমি,
স্বপ্ন হয়েই এসো আমার দুচোখে..
তোমার দুচোখে না হয় আজ সূর্য ওঠা দেখবো।
দেখবো কেমন করে কুয়াশার কাটিয়ে
তুমি আমার সামনে এসে দাঁড়াও।
ঘুমভাঙা চোখেই না হয় তোমায় আহ্বান জানাবো,
তুমিও না হয় নন্দিনী ,
দুহাত বাড়িয়ে দিয়ে আলিঙ্গনে আবদ্ধ করবে আমায়।