তুমিই তো নন্দিনী বলেছিলে,
" একটু দাঁড়াও সুকান্ত, আমি আসছি;
ফিরে এসে আগের মতো,
ঠিক তোমাকেই ভালোবাসছি৷
হাতে যে আমার বহু কাজ,
শেষ তো করতেই হবে!
তুমি না হয় আমার জন্য,
এইখানে অপেক্ষা কর তবে৷ "
সেই থেকে জানো তোমার দেখানো,
পথে দাঁড়িয়ে রয়েছি ঠায়;
বৃষ্টি-বাদলে, মানুষের ঢলে;
কখনও বা গাড়ি-ঘোড়া-রিক্সায়৷
দিনের শেষে সন্ধ্যা হলে,
শুনশান পথের হাওয়ারা,
বন্ধ দুয়ারে উঁকি দেয়।
এক এক করে সব চাওয়া-পাওয়ারা,
গলে যাওয়া বেশ কিছু অতীত স্মৃতি,
আর ফেলে আসা দিনের হিসেব মিলায় !
একটা শুকনো ঝরে যাওয়া রক্ত গোলাপ,
তখনও ছিন্নভিন্ন আমার যৌবনের বিছানায়৷
আজ আমি একা পথে,
মশার কামড়, মেকি প্রেম সামলে,
কতশত পুলিসের জেরা,
গীর্জার ঘড়ি থামলে!
এখনও আমি দাঁড়িয়ে একা,
শুধু তোমার ফেরার প্রতীক্ষায়,
দিনের পর দিন চলে যায়,
তবু তোমার কোনো দেখা নাই,
তবুও বিশ্বাস করো,
আমি রাগিনি,
জানি তুমি ভীষণ ব্যস্ত!
তাইতো কথা রাখোনি৷