এল-ই-ডি আলোয় ঝলমলে চারদিক,
সুরাপাত্রের কিছু ঠুংঠাং আওয়াজ!
কাঁধে, কোমরে হাত রেখে উন্মত্ত নাচ,
কচি-কাঁচাদের চোখে রঙিন নেশা।
'আমি' সর্বস্ব সমাজে স্বপ্নের নায়ক সাজা,
প্রতিষ্ঠিত হওয়ার প্রবল চাপ থেকে পলায়ন,
বীরত্বের আড়ালে থাকা ভীতু যৌবন।
আনন্দ , ফুর্তিতে তোমায় ভোগ করে,
রাতের পর রাত আলোকিত করতে চায়,
মনের মাঝে জমে থাকা সুপ্ত কামনা বাসনাদের ,
অবসাদের সমুদ্রে সারাক্ষণ ডুবে থাকি,
উতশৃঙ্খলতার দ্বীপে আজও তাই,
সাময়িক উচ্ছ্বাসের উত্তেজনা।
অসহিষ্ণুতার দামী পোশাকে সজ্জিত,
বেহিসাবি তরতাজা একটি প্রাণ।
অনু পরিবারের ক্ষুদ্র প্রকোষ্ঠে,
বন্ধুহীন কালবেলা কাটে,
যন্ত্র সভ্যতার ইলেক্ট্রনিক সরঞ্জামে।
কড়কড়ে নোটে পকেট ভর্তি,
বেপরোয়া উদ্ধত জীবন যাপন আমার।
মনের জটিল অঙ্কগুলো ক্রমাগত আবর্তিত হচ্ছে,
আত্মীয় স্বজনহীন কক্ষপথে।
অনুভূতিহীন চোখে ক্লাসরুমের ব্ল্যাক বোর্ডে,
জীবনশৈলীর পাঠে শুধু এলোমেলো আঁকিবুঁকি।
জীবনবৃক্ষ থেকে ঝরা পাতায়,
উপছে পড়ছে মনের ডাস্টবিন।
মনের গহিনে ঘন আঁধার!
বড় দুঃসময় আজ আমার।