কবিগুরু আপনি-ই তো বলেছিলেন,
" আমরা সবাই রাজা,
আমাদের এই রাজার রাজত্বে "
না কবি, এখন আর তা মনে হয়না,
আমরা কেউ-ই রাজা নই
আর এই বিশাল ভারত,
আমাদের রাজত্বও নয়!
আমরা চিরকালের সেই দাসত্ব প্রজা।
আজ পঁচিশে জানুয়ারির এই মহান দিনে
রাজপথে পতাকা হাতে বেশ কিছু
হাস্যোজ্জ্বল কিশোর-কিশোরীদের
বর্ণাঢ্য মিছিল দেখে
জানলাম,
আমাদেরও তন্ত্র আছে,
যার নাম নাকি প্রজাতন্ত্র ???
এদিক-ওদিক খোঁজ নিয়ে জানতে পারলাম
আমাদেরও নাকি নামহীন রাজা আছে,
আর সেই রাজার নীতি নাকি রাজনীতি?
রাজনীতি মানেই তো গণতন্ত্রের বড়াই
নয়তো জনগণতন্ত্রের আমরণ লড়াই।
জানো তো সেখানে কোথাও প্রজাদের,
বড়াই কিংবা লড়ায়ের কথা নেই!
আছে শুধু প্রজাতন্ত্র নামে একটা শব্দ।
পথশিশু,বস্তিবাসী কিংবা অনাহার ক্লিষ্ট মানুষ
যারা ডাস্টবিন-ঘাটের রুজির সন্ধানী,
কিংবা পূর্ণবয়স্ক যারা দিন আনে দিন খায়!
ভাতের খোঁজে যারা
সারাদিন গতর খাটায়!
অবাক চোখে তারা আজ মিছিল দেখে!
ছয়ের পিঠে আট, আটষট্টি বছর
ওদের কানে কানে কারা যেন
গুরুমন্ত্র দিয়ে বলে,
" আমাদের কিছু না থাক প্রজাতন্ত্র আছে!
আমাদের কারো কারো এক-আধ বিঘে জমি আছে "
হায়রে পাগল মানুষের দল,
জমি আছে মানেই তো
জমির কেনা-বেচা আছে,
বর্গা আছে,
বর্গা-উচ্ছেদ আছে,
দখলের লড়াই আছে,
জমির উপর লোভ লালসা আছে,
শত শত দালাল আছে,
দালালের মদত-দাতা মাফিয়া আছে,
রাজনৈতিক নেতা আছে
তাদের পাওয়ার ও গ্রিড্-এর লড়াই আছে, "
মাঝে মাঝে রাজায় রাজায় যুদ্ধ হয়
তখন আমরা গুরুমন্ত্র জপি ,
' আমাদের তন্ত্র আছে! '
আর ভাবি রক্ষামন্ত্র আছে তো,
' আমাদের আজও প্রজাতন্ত্র আছে। '
আসলে আজও এই বিশাল রাজত্বে,
" রাজার হস্তে হয় কাঙালের সমস্ত ধন চুরি। "
আর এভাবেই তো আজও প্রজাতন্ত্র আছে!