কিভাবে পত্রিকাতে লেখা পাঠাবোPost20170204072555
আমি এক সখের কবি, সুকান্ত পাল. গত 5 টি বছর অনেক কিছুই লেখালিখি করলাম কিন্তু আজ অবধি কোথাও লেখা প্রকাশিত হল না 'স্কুল আর কলেজের পত্রিকা' ছাড়া. এটা নয় যে লেখার মান নিম্ন, তাহলে হয়তো facebook এ comment, like পেতাম না হয়তো. তবুও এটা বলতে চাই না বেশ ভালো লিখি, শুধু এটাই বলবো, ' লেখা আমার ইচ্ছা তাই লিখি ' তবে কোনো পত্রিকায় কিভাবে লেখা পাঠাবো আর ঠিকানা কি, এইসব তথ্য যদি আমার প্রিয়কবি গণদের কাছ থেকে জানতে পারি তাহলে আমার মতো অনেক শখের কবি-ই উপকৃত হয়, সেই সঙ্গে বাংলা ভাষারও নব দিগন্ত ঘটবে সাহিত্য চয়নের মাধ্যমে, আপনাদের এ প্রসঙ্গে মতামত কাম্য করি,
আলোচনাটি ৩২২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৪/০২/২০১৭, ০৭:৪০ মি: