সরস্বতী বন্দনা
#সুকান্ত_পাল
.
মাঘ মাস শুক্লা পক্ষ, বসন্ত পঞ্চমী
বিদ্যাদেবী বীণাপাণি তোমারে নমি,
হংসের রথ পরে, চড়িয়া বিমানে
আবির্ভূত হন বাগেশ্বরী এই ধরাধামে.
অভ্র-আবীর, আমের মুকুল, যবের শিষ, দোয়াত কলম সহ,
বাসন্তী রাঙের গাঁদা ফুলে ভরিয়ে তব দেহ,
পুস্পাঞ্জলি, হাতে খড়ি দিয়ে,
শিক্ষা জীবনে পা রেখেছিলাম তব আশীষ নিয়ে.
কন্ঠেতে দিও মাগো তব সুর,
যে সুরে ভরিয়েছো তুমি স্বর্গপুর.
আমায় একটু জায়গা দিও তব চরণ কমল,
লিখিতে পারি যেন মা কবিতা সকল.
মাগো আজও আমি গেয়ে যায় তোমারি বন্দনা,
শ্বেত বীণা ধরিনী দেবী তুমি, মা আভরণা.
আপার মহিমা তব এই বিদিত ভুবনে
বাল্মীকি রচিয়াছেন সকল, কাব্য রামায়ণে.
বিশ্বচরাচরে সবাই মাগো করিছে তোমার আহ্বান,
তুমি বিদ্যাদায়িনী মা, বিদ্যা কর দান.
তোমার চরণে মাগো শত কোটি প্রণাম.
তোমার বন্দনায় কাঁপিছে দেবী আজ ধরাধাম.