কাপুরুষত্বের শিকারে আজ সরস্বতী
#সুকান্ত_পাল
.
হে কাপুরুষের দল,,,
এই কি তোমাদের পুরুষত্ব ?
এক চিলটে সিঁদুরের বাহানায়,
নয়তো মিথ্যে সংসার খেলার প্রোলোভনে,
জীর্ণ করো নাবালিকার দেহ !
কোন সে এমন খেলার ছলে,
নাকি বেদনার ঘেরা কোণঠাসা ঘরে,
নিয়তি বাঁধো চার দেওয়ালের কারাবাসে,
বন্দি করো শত শত সরস্বতীকে!
হে কাপুরুষ তোমরা বাধ্য করো,
বিছানার নির্মম যৌনতার খেলায়
তোমাদের সাথে লিপ্ত হতে,
হে কাপুরুষ তোমার,,,
নিষ্টুর মদ্যগ্রাসের কামুক ছোবলে,
নাবালিকাকে ভাসিয়ে দাও অথৈ জলে,
ঘর্ষণ বর্ষণে সিক্ত করো সরস্বতীর দেহ,
বেশ কিছু আগুনজ্বলা সরস্বতীর দেহ,
তাই আজও সমাজের ফুটপাতে ছিটানো,
শত ভয়ার্ত সরস্বতী আজও বন্দি,
তোমাদের কা-পুরুষত্বের লাল চোখে,
আর কতদিন এভাবে চলবে পুরুষ ?
তোমাদের এই নিষ্ঠুর কামুক খেলা?
আর কত স্বরস্বতীকে হতে হবে,
তোমাদের এই খেলার শিকার ?