#রিকটার_স্কেলের_পাঠ_কত
**** #সুকান্ত_পাল ****
.
.
তখন সবাই ঘুমে আচ্ছন্ন
আমিও কিছুটা তন্দ্রচ্ছন্ন
চারদিক কুয়াশায় আচ্ছন্ন!
সকালের রবি পুর্ব আকাশে
তার রক্তিম আলো ছড়াই নি
শীতের সকালে বসন্তের কোকিল
কিংবা পাখিদের কলরব
তখনও জেগে ওঠেনি,
লেপ মুড়ি দিয়ে ছিলাম বেশ
হঠাৎ দেখি আমার দেশ
কাঁপতে থাকে
ভাবলাম স্বপ্নে নৃত্য করছি
কিন্তু কৌশিক-দার ডাকে
আমার চেতনা আরও তীব্র হল
বুঝলাম আজ আবারও একবার
ধরিত্রী দেবী নটিনী রূপে
নৃত্যে বিভোর হয়েছে,
খবরের কাগজ কিংবা নিউশ চ্যানেল
কিছুই হাঁতড়ে বেড়ায় নি
তাই এখনও অজানা
ভূমিকম্পের রিকটার স্কেলের পাঠ কত ???
.
.
.
আজ জলপাইগুঁড়িতে ভূমিকম্পের
কম্পন কে কে অনুভব করেছো ???